Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tumi Jemoni Nupur Hou Lyrics (তুমি যেমনই নূপুরই হও) | Mandira | Bappi Lahiri Lyrics - Bappi Lahiri

Collection Bappi Lahiri

Tumi Jemoni Nupur Hou Lyrics (তুমি যেমনই নূপুরই হও) | Mandira | Bappi Lahiri Lyrics

 Lyrics Forest   736


Tumi Jemoni Nupur Hou Lyrics (তুমি যেমনই নূপুরই হও) | Mandira | Bappi Lahiri lyrics (Primary language)

তুমি যেমনই নূপুর হও

বাঁশি ডাকলে তোমায়

বাজতেই হবে ...

ও মনে রেখো। 

হও যত না দূরেরই মেঘ

মাটি ডাকলে তোমায়

ঝরতেই হবে ...

ও জেনে রেখো।

 

তুমি যেমনই নূপুর হও

বাঁশি ডাকলে তোমায়

বাজতেই হবে ...

ও মনে রেখো।। 

 

তুমি মাটির ঘরেই থেকে

যদি মাটির প্রদীপই হও,

বা ময়ূর মহল জুড়ে

যদি ঝাড় বাতি হয়ে রও।

 

তুমি মাটির ঘরেই থেকে

যদি মাটির প্রদীপই হও,

বা ময়ূর মহল জুড়ে

যদি ঝাড় বাতি হয়ে রও।

 

তবু ছড়াতে গেলে এই আলো

কোনো আগুনে তোমায়

পুড়তেই হবে ...

ও মনে রেখো। 

 

তুমি যেমনই নূপুর হও

বাঁশি ডাকলে তোমায়

বাজতেই হবে ...

ও মনে রেখো। 

হও যত না দূরেরই মেঘ

মাটি ডাকলে তোমায়

ঝরতেই হবে ...

ও জেনে রেখো।।

 

যত সহজ সরলভাবে

তুমি যত সাধারণই হও,

বা অপরূপ রূপে তুমি

যদি প্রতিমা হয়েই রও।

 

যত সহজ সরলভাবে

তুমি যত সাধারণই হও,

বা অপরূপ রূপে তুমি

যদি প্রতিমা হয়েই রও।

 

তবু ভালো যে বাসতে গেলে

কোনো ব্যাথায় তোমায়

কাঁদতেই হবে ...

ও মনে রেখো।

 

তুমি যেমনই নুপুর হও

বাঁশি ডাকলে তোমায়

বাজতেই হবে ...

ও মনে রেখো। 

হও যত না দূরেরই মেঘ

মাটি ডাকলে তোমায়

ঝরতেই হবে ...

ও জেনে রেখো, ও জেনে রেখো।।

Tumi Jemoni Nupur Hou Lyrics (তুমি যেমনই নূপুরই হও) | Mandira | Bappi Lahiri lyrics in English

Tumi Jemoni Nupur Hou

Banshi dakle tomay

Bajtei hobe o mone rekho

Hou joto na dureri megh

Mati dakle tomay

Jhortei hobe o jene rekho

 

Tumi matir ghorei theke

Jodi matir pradeepi hou

Ba mayur mahal jure

Jodi jhor bati hoye rou

Tobu chorate gele ei aalo

Kono aagune tomay purtei hobe

O mone rekho

 

Joto sohoj sorolvabe

Tumi joto sadharoni hou

Ba oporup rupe tumi

Jodi pratima hoyei rou

Tobu valo je baste gele

Kono beythay tomay kadtei hobe

O mone rekho

Tumi Jamonoi Noopur Hou

Bashi dakle tomay bajtei hobe